নারায়ণগঞ্জ আপডেট : বিএনপির নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে ফতুল্লা থানা যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই চাষাড়া বালুর মাঠ এলাকা সহ বিভিন্ন স্থানে ফতুল্লা থানা যুবলীগের নেতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাঠে রয়েছেন থানা যুবলীগ কর্মীরা।
এ দিন সকালে শহরের চাষাড়ার বিভিন্ন স্থানে ফতুল্লা থানা যুবলীগের এই নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এবিষয়ে যুবলীগ নেতা মিজান বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গনসমাবেশকে কেন্দ্র করে গতকাল নয়াপল্টনে যে নাশকতা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেছিল শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করবে কিন্তু আমরা দেখলাম সমাবেশকে কেন্দ্র করে তারা বিপুল পরিমান ককটেল মজুদ করেছিল।
আমি তাদের কাছেই প্রশ্ন রাখতে চাই, কোন শান্তি পূর্ণ সমাবেশ করতে কি ককটেলের প্রয়োজন হয়? আমরা অনেক সুযোগ দিয়েছি কিন্তু আর না। এবার আর কোন নৈরাজ্য মেনে নেওয়া হবে না। এখন সময় প্রতিরোধ করার। তাই তাদের এই নাশকতা প্রতিরোধ করতে আমাদের প্রানপ্রিয় নেতা কাজিম উদ্দিন ভাইয়ের নির্দেশে আমরা মাঠে আছি এবং থাকব।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা কাজী আল মামুন, মন্টু, টিটু, মিন্টু, মোক্তার হোসেন প্রমূখ।