নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে এড.মাহফুজুর রহমান হুমায়ন, বছির উদ্দিন বাচ্চু, আশরাফুল রিপন সহ নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০দফা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।