নারায়ণগঞ্জ আপডেট : শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তাঁতীদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি হাজ্বী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এ অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দরা দলের যে দিক নির্দেশনা সেটা উপস্থাপন করেছে কিন্তু সামাজিক ভাবে যেহেতু আমরা সমাজের অন্তর্ভুক্ত সেহেতু রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমাদের। এই ব্যাংক কলোনী এলাকার সামাজিক ঐতিহ্য রয়েছে কিন্তু কিছু বিশৃঙ্খলা ও অশান্তিপূর্ণ পরিবার এলাকার মানুষের সাধারণ জীবন-যাপনকে বিষিয়ে তুলেছে। এ ধারাবাহিকতা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এর মূল কারন হচ্ছে অত্র এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত সরকার মাদককে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে গেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে যিনি বাংলাদেশ সহ সারাদেশে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি করেছেন তিনি হলেন শীর্ষ সন্ত্রাসী সাবেক এমপি শামীম ওসমান। তার সময়ে ফতুল্লায় ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছিলো। এসকল সমস্যা সমাধানে এলাকার মুরুব্বী ও প্রশাসনকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। তাই আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আগামী নির্বাচনে জনগণের কাছে ভোট চাইতে আমাদের বিব্রত হতে হয়।
ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার। বিশেষ বক্তা ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জাকির হোসেন রবিন, মুসলিম আহমেদ, সাগর সিদ্দিকী, জুয়েল আরমান, মিলন ঢালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।