বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার (৩০ জুলাই) কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুপুরে নগরীতে এ কর্মসুচি পালন করা হয়।
দুপুরে নগরীর চাষাড়া থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. বাদলের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরবর্তীতে ২নং রেল গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এ সময়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করেছে। নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও , পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমান হয় তারা শান্তি চায় না। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. বাদলের নেতৃত্বে ঐ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলীনূর মোল্লা, এসটি আলমগীর, সালেহ আহম্মদ খোকন সহ আরো অনেকে।