নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এ্যাড. আবুল কালামের নাতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার একমাত্র পুত্র জালাল বিন কাউছার তুরজাওন এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অজিত চন্দ্র দাস। রবিবার গনমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান,নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের বার বার নির্বাচিত সাবেক এমপি এ্যাড. আবুল কালামের নাতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার একমাত্র পুত্র জালাল ববিন কাউছার তুরজাওনের জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই দিনে বাবা-মায়ের কোল আলো করে জন্মেছিলে বাবা তুমি।অনেক আশির্বাদ তোমার জন্য বাবা। আরো বড়ো হও। মানুষের মতো মানুষ হয়ে বাবা-মায়ের মূখ উজ্জল করো এটাই প্রার্থনা করি।