বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
এক শোকবার্তায় আবুল কাউছার আশা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের এক সাহসী যোদ্ধা। তার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারাল। দেশ ও দলের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।