নারায়ণগঞ্জ আপডেট : যেখানে চোখ যায় চারিদিকে চেয়ে দেখি ময়লা আর পলিথিন। আসুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করি। আজ থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি ও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখি।
এই দেশটি আপনার, আমার, আমাদের সবার। তাই নিজ সচেতনতা থেকে সবাই মিলেই গড়ে তুলি একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ ।
১২ই জুলাই শুক্রবার সকাল ১০ টায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবক টিমের মহান উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও তার আশেপাশের বিভিন্ন ময়লা জায়গা পরিস্কার পরিছন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,
বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সহ সমন্বয়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, সহ-সমন্বয়ক সঞ্জয় পাল আকাশ, আইটি সমন্বয়ক রুবেল হোসেন সহ এ পরিচ্ছনতা কার্যক্রমে আরো অংশগ্রহণ করেন বিডি ক্লিন এর সদস্যগণ। এ সময় সচেতন করেন যাতে মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে, এ বিষয়ে বিডি ক্লিনের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সকল ভূমিকা পালন করবে, মানুষকে সচেতনতা করার ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব / গুরুত্ব তুলে ধরেন ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বিডি ক্লিনের সকল সদস্যগণ।
লেখা-পড়া, জীবন -জীবিকার পাশাপাশি সকলে দেশ ও দশের কল্যানে এগিয়ে আসার জন্য আহবান জানান।