বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় নবম শ্রেণির ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আজ রোববার (১০ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিদ্যালয়ের ছুটি হওয়ার সাথে সাথে কিশোর গ্যাংয়ের সদস্য তাজুল ইসলাম ও ইমনসহ কয়েকজন সন্ত্রাসী হঠাৎ করে বিদ্যালয় মাঠে প্রবেশ করে। এসময় তারা নবম শ্রেণির ছাত্র মোঃ বিজয়, ইয়াছিন, আবু রায়হান ও মোঃ সাহাবকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে বহিরাগত সন্ত্রাসীরা বিদ্যালয় প্রাঙ্গণে অবাধে প্রবেশ করে নেশা করে, ছাত্রীদের উত্ত্যক্ত করে, বিদ্যালয়ের মালামাল চুরি করে এবং শিক্ষক-কর্মচারীদের জীবননাশের হুমকি দিয়ে আসছে। এমনকি প্রতি রাতে বিদ্যালয় মাঠে বসে মাদকসেবনের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কোনভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা বিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।