1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
বিসিক শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত - নারায়ণগঞ্জ আপডেট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি টানা পাঁচদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

বিসিক শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ Time View

নারায়ণগঞ্জ আপ‌ডেট: পোশাক শিল্পের অন্যতম সংগঠন বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা (ইজিএম) আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ওই অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. বেলাল উদ্দিন আহমেদ, ইন্ডাস্টিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আইনুল হক প্রমুখ।

পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার শুরু করা হয়। সভায় স্বাগত বক্তব্যতে নারায়ণগঞ্জ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বিভিন্ন উন্নয়ণ মূলক কাজের বর্নণা তুলে ধরেন। বিগত কমিটিতে কোন কোন খাতে কতটাকা ব্যয় এবং আয় হয়েছে, তার হিসেব উপস্থাপন করেন। এছাড়া বিসিকে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে একটি পুলিশ ফাঁড়ির নির্মানের ঘোষণা করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, কিছু কিছু মানুষের জন্ম হয় ক্ষণজন্মময়। আমি মনে করি সেটা হলো হাতেম ভাই। সব সময় আমাদের সমস্যায় ঝাপিয়ে পড়েছে, সে শুধু মানুষকে দিতে জানে কিন্তু মানুষের কাছ থেকে নিতে জানে না। বাংলাদেশের যত সংকট আছে, বিকেএমইএ, বিজেএমইএ ও বিসিক মালিক সমিতির সমস্ত দায় দাবি হাতেম ভাই মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। সবার পক্ষ থেকে আমি উনাকে ধন্যবাদ জানাই।

এ সময় নারায়ণগঞ্জ বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিসিক শিল্প মালিক সমিতি যাত্রা শুরু করে ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে। শুরু থেকেই এখানকার শিল্প মালিকদের সহযোগিতায় এ সমিতি পুরো বিসিক শিল্প নগরীর নিরাপত্তা ব্যবস্থা, ময়লা-আবর্জনা পরিস্কার, ড্রেন ও রাস্তাঘাট মেরামত ও পরিস্কার করাসহ বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্ঠান ও তার মালিক-শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষনে সচেষ্ট থাকে।

তিনি জানান, নিয়মিত কাজ-কর্ম ছাড়াও গত এক দশকে মালিক সমিতি বিসিকের নিরাপত্তা বেষ্টনীসহ ২টি গেট নির্মান, শিল্প পার্কের ভিতর দিয়ে একটি বিকল্প রাস্তা, দুই পাশের ড্রেনসহ ৪ নং রাস্তার উত্তরাংশ সংস্কার, আরো কয়েকটি সাব রাস্তা ড্রেনসহ পাকা করনের কাজ, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছে এ সমিতি। শিল্প পুলিশের জন্য পুলিশ বক্স নির্মান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিকে নির্মাণ হওয়া ফায়ার ষ্টেশন যা সাড়া বছরই পানিতে ডুবে থাকতো, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুরোধে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে তা উচু করণসহ সংস্কার করেছে মালিক সমিতি। এ ক্ষেত্রে ৩৫ লক্ষ টাকা দিয়ে বড় অংকের আর্থিক সহায়তা করেছেন আমার বড় ভাই নেভী হোসিয়ারী ও এমএস ডাইং এর মালিক মো. সালেম, আর্থিক সহায়তা করেছেন ফকির এ্যপারেলস এর ফকির মনিরুজ্জামান। বিসিক কর্তৃক আংশিক নির্মিত ২টি প্রধান সড়কের কাজ তদারকি করেছে মালিক সমিতি, ফলে সরকারী কাজটিও হয়েছে কাংখিত মানের। এ ক্ষেত্রে ১নং সড়কটি বিসিক কর্তৃপক্ষ ১৬ ফুট প্রশস্থ করে কার্যাদেশ দিলেও মালিক সমিতির তত্বাবধানে এবং অর্থায়নে রাস্তাটি ২২ ফুট প্রশস্থ করে করা হয়। অতিরিক্ত ৬ ফুটের বিল দিয়েছে মালিক সমিতি। এ সময়ে ফতুল্লা থানাকেও পুলিশের টহল ডিউটির জন্য দেওয়া হয়েছে একটি পিক-আপ গাড়ি। সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে এ সমিতি। আর এ সকল কাজে বিশেষ অনুদান হিসেবে অর্থের যোগান দিয়েছেন আপনারা এখানকারই শিল্প উদ্যোক্তাগন।

তিনি আরও বলেন, মালিক সমিতির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্ঠান সমূহ মালিক সমিতির সদস্য হবে এটাই স্বাভাবিক। এ পর্যন্ত ছোট-বড় ৫৪১টি প্রতিষ্ঠান সমিতির সদস্য হয়েছে যাদের কাছ থেকে সদস্য ফি বাবদ এককালিন ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই ৫ হাজার টাকা করে ফি দিয়েই সদস্য হয়েছেন। আগামী জানুয়ারী-ফেব্রুয়ারী ২০২৩ এর মধ্যে আপনাদেরকে মালিক সমিতির একটি করে সুদৃশ্য পরিচিতি কার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিঃ নব গঠিত কমিটির সহ-সভাপতি মোস্তফা জামাল পাশা, আবু তাহের শামীম, সাধারণ সম্পাদক মো. মোরশেদ সারোয়ার, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সদস্য কবির হোসেন ভূইয়া, মো. নিজাম মুন্সী, মো. মামনুর রশিদ, মো. কবির হোসেন, মো. আতাউর রহমান, মো. আবুল বাশার, রকিবুল হাসান রাকিব, মো. সাহারিয়া জুয়েল, মো. ফারুক আহমদ, মো. শহিদুল ইসলাম, নির্মল চন্দ্র রায়, নুরুজ্জামান খান, জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৪:০৪)
  • ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL