একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বন্দর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলির পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরীফ হাসান চিশতী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ইসলাম, অর্থ সম্পাদক মমতাজ( মম), প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, কার্যকরি সদস্য মাঈনউদ্দিন অজিত দাস, তরিক হোসেন বাপ্পী। এছাড়াও উপস্থিত ছিলেন, অনলাইন নিউজ পোর্টাল আমাদের সংগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুরুজ মিয়া, সাংবাদিক আহাম্মদ।