আমাদের সংগ্রাম ডেস্ক: মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বন্দর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বন্দর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নাসিক ২২নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ হাসান চিশতী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মমতাজ বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএম মাইনউদ্দিন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডালিম সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিব প্রধান, কার্যকরি সদস্য অজিত দাস, তরিক হোসেন বাপ্পী ও সাংবাদিক তাজিমুল।