নারায়ণগঞ্জ আপডেট ঃ
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ১লা জুন ২০২৪ তারিখে নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলায় ( নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬-১১ মাসের একটি নীল রঙ্গের ভিটামিন-এ ক্যপসুল ৪১,১৭৮ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে ১ টি লাল রঙ্গের ক্যপসুল ২,৯০,৩০১ জন শিশুকর খওয়ানো হবে।স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ১০৫৬নটি, প্রতি কেন্দ্রে মোট ২ জন (পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী সহ), শিক্ষক ও স্বেচ্ছাসেবক এর মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিভিল সার্জন নারায়ণগঞ্জ এর সভাপতিত্বে অদ্য ২৯/৫/২০২৪ ইং তারিখে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর জেলা এ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা জেলা পর্যায়ে কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে সম্পূর্ণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অ্যাডভোকেসি সভা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মীদের সমন্বয়ে কোরিয়ান ওরিয়েন্টশন এবং প্লানিং সভা সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন করা হয়েছে।দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠীকে অবহিত করার জন্য বিভাগের উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকের প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে।