স্টাফ রিপোর্টার: আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন (২০২৫- ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু’র নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত জেনারেল গ্রুপে পরিচালক পদে নিউ মনির হোসিয়ারী’র প্রোপ্রাইটর আলহাজ্ব মো.মনির হোসেন ব্যালট নং-১৬। আলহাজ্ব মোঃ নাসির শেখ, ব্যালট নং ৬ সকলের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে সকল হোসিয়ারী মালিক ও ব্যবসায়ীদের কাছে সকলের কাছে বদু’র প্যানেলের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর দেওভাগ মার্কেটের ব্যালট নং- ১৬ ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা করেন আলহাজ্ব মো.মনির
হোসেন।
এ সময় আলহাজ্ব মো.মনির হোসেন বলেন, আমি হোসিয়ারী সকল ব্যবসায়ী ও মালিকদের কাছে দোয়া চাচ্ছি। আমি আলহাজ্ব বদিউজ্জামান বদু’র নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্যজোট মনোনীত জেনারেল গ্রুপে পরিচালক পদের একজন প্রার্থী। আমার ব্যালট নং-১৬। আমি যাতে আপনাদের সকল হোসিয়ারী ব্যবসায়ী ও মালিকদের পাশে থেকে উন্নয়ন ও সেবা করতে পারি সেই কামনা করছি এবং আগামী ৩ ফেব্রুয়ারি সকলের কাছে আমার প্যানেল ও আমার ব্যালট নং-১৬ এ ভোট চেয়ে দোয়া ও প্রার্থণা কামনা করছি ।