নারীদের উপস্থিতিও ব্যাপক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘কিছুটা তো ভয় কাজ করবে। কারণ ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, স্লোগান দিচ্ছে—যারা ভোট দিতে আসবেন, তারা লাশ হয়ে ফিরবেন। ফলে সাধারণ মানুষ তো একটু ভয় পায়।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে রাজনৈতিক দল বলি না। তারা আগুন-সন্ত্রাসের দল। শুক্রবার রাতে ট্রেনের ভেতর আগুন দিয়ে চারজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সহিংসতাকে যদি রাজনৈতিক দল বলা হয়, তাহলে আসল রাজনীতিবিদদের প্রতি অন্যায় করা হবে।’
নির্বাচনে জয়ের বিষয়ে নৌকার এ প্রার্থী বলেন, ‘জয়-পরাজয় ব্যাপার নয়। আল্লাহ হুকুম করলে আমাকে দিয়ে কাজ করাবেন। তৌফিক যদি দেন তাহলে আমাকে জয় করাবেন।’