স্টাফ রিপোর্টার : হোসিয়ারী ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট টাক্সের যে বৈষম্য রয়েছে নির্বাচিত হয়ে তা দূর করার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন আল আমিন প্রধান।
আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে প্রচার প্রচারণা চলা কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আল আমিন প্রধান আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে জেনারেল গ্রুপে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে। যার ব্যালট নং – ৬।
এনপি ট্রেডার্সের স্বত্বাধিকার মো. আল আমিন প্রধান আরও বলেন, বিগত ১৬ বছর হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন ছিলো না। এবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাকে হোসিয়ারী মালিকরা যখন ডাকবে পাশে পাবে। তাদের উন্নয়নে কাজ করবো। মালিকদের যেনো কোন সন্ত্রাস, চাদাবাজ হুমকি ধামকি না দিতে পারে যদি আমার জীবন বাজি রাখতে হয় তাও আমি সন্ত্রাস এবং চাদাবাজি বন্ধ করবো
তিনি ট্যাক্সের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যে বড় ব্যবসায়ী তার যে পরিমান ট্যাক্স রয়েছে, ছোট ব্যবসায়ীদেরও একই ট্যাক্স। আমি পরিষদে আসলে এআ বৈষম্য দূর করা হবে।হোসিয়ারী ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট টাক্সের যে বৈষম্য রয়েছে নির্বাচিত হয়ে তা দূর করার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন আল আমিন প্রধান।
আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে প্রচার প্রচারণা চলা কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আল আমিন প্রধান আসন্ন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে জেনারেল গ্রুপে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে। যার ব্যালট নং – ৬।
এনপি ট্রেডার্সের স্বত্বাধিকার মো. আল আমিন প্রধান আরও বলেন, বিগত ১৬ বছর হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন ছিলো না। এবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাকে হোসিয়ারী মালিকরা যখন ডাকবে পাশে পাবে। তাদের উন্নয়নে কাজ করবো। মালিকদের যেনো কোন সন্ত্রাস, চাদাবাজ হুমকি ধামকি না দিতে পারে যদি আমার জীবন বাজি রাখতে হয় তাও আমি সন্ত্রাস এবং চাদাবাজি বন্ধ করবো
তিনি ট্যাক্সের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যে বড় ব্যবসায়ী তার যে পরিমান ট্যাক্স রয়েছে, ছোট ব্যবসায়ীদেরও একই ট্যাক্স। আমি পরিষদে আসলে এআ বৈষম্য দূর করা হবে।