নারায়ণগঞ্জ মহনগর ছাত্রলীগের নতুন কমিটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে শহরে ২নং রেলগেইট সংলগ্ম জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট জানান, আমরা আমাদের পূর্বের কমিটিতে থাকা নেতাদের সাথে সমন্বয় করে একেএম শামীম ওসমানের দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মিথ্যাচার ও গুজব রটিয়ে বেড়াচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রূখে দিতে ছাত্রলীগের অগনিত নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ প্রস্তুত আছে।
এসময় মহানগর ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি আনারুল হক, আনাবিল দাশ নির্ঝর, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সম্পাদক সিমান্ত মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান উপস্থিত ছিলেন।