মহান মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা। তিনি বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা হলেও তারা এখনও অবহেলিত। তাদের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত। এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত।
বুধবার মহান মে দিবস দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানে এ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। পরে এটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সুতরা মে দিবস মানে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া দিন। তবে বড় দু:খের সাথে বলতে হয়, অধিকার আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে যে শ্রমিকরা আন্দোলন শুরু করে করেছিলো, সেই আন্দোলন এখনো শেষ হয়নি। এখনও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। এখনো শ্রমিকরা অবহেলিত। আমরা চাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক। এ জন্য আমরা তথা বিএনপি সব সময় শ্রমিকদের পাশে ছিলো আছে এবং থাকবে। মহান মে দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদেরকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।