সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু এবং আগুনে দগ্ধ হয়ে বহু শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ন আহবায়ক, ও সাবেক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা।
এক শোকবার্তায় আশা বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানি এবং আহত হওয়ার সংবাদ গভীরভাবে ব্যথিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।”
এসময় আশা আরও বলেন, “আমি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যাতে দুর্ঘটনার যথাযথ তদন্ত হয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।”
বিএনপি নেতা আবুল কাউসার আশা এই দুর্ঘটনাকে জাতির জন্য এক গভীর শোকাবহ মুহূর্ত বলে অভিহিত করেন এবং সকলের প্রতি আহ্বান জানান, যেন তারা এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ায়।