হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরিতে ছিটকে গেছেন পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসি। সবমিলিয়ে চোটাক্রান্ত এক দল পাশে রেখে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে।আর মাত্র কয়েক ঘণ্টা পরে বাংলাদেশ সময় শনিবার (২৩ মার্চ) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও এল সালভাদর। মেসি না থাকায় আর্জেন্টিনার আক্রমণভাগে থাকবেন লতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকারা। আর্জেন্টিনার হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস ভ্যালেন্টিনি এবং ভ্যালেন্টিন কার্বোনির।
সবশেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আসার সুখস্মৃতি রয়েছে আকাশি-নীলদের। তবে তারে আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মেসিদের দল। কাতার বিশ্বকাপের পরে ওই ম্যাচেই জয়ের ধারা ভেঙ্গেছিল আলবিসেলেস্তেদের। এবার ব্রাজিলের পরে আরো একটি জয়ের অপেক্ষা করছে বিশ্বকাপজয়ীরা।