বন্দর সংবাদদাতা: মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (বন্দর) ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকার গ্রামবাসী। শনিবার (০৯ আগস্ট) দুপুরে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
এসময় গ্রামবাসী ‘মাদক ব্যবসায়ীদের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও, মাদকের আস্তানা এ এলাকায় রাখবো না’সহ বিভিন্ন মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এর আগে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেন গ্রামবাসী। স্থানীয় এলাকার বাসিন্দা মো: নূরুল হকের সভাপতিত্বে ও হাজী মো: শাহীনের ব্যবস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এস এম মোমেন, মো: ইকবাল হোসেন, মো: ইসলাম, দেলোয়ার হোসেন ভান্ডারি, মো: সফিউল্লাহ্, আব্দুল রাজ্জাক প্রমূখ।
সংবাদ সম্মেলনে গ্রামবাসী অভিযোগ করেন, গ্রামের প্রতিটি ঘরে ঘরে আজ মাদক ছেয়ে গেছে। মাদকের কারণে আজ অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসী। এর মূলে রয়েছে স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী কবির। কবির মাদকের ডিলার। তিনি শুধু এ গ্রামেই নয়, বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকেন। আর তার সহযোগী হলো শনির বাড়ীর আরেক মাদকের ডিলার হাফিজা। তিনি কয়েকবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু মাদক ব্যবসা ছাড়েন নি। এছাড়া শীর্ষ মাদক ব্যবসায়ী কবিরের আরও কয়েকজন সহযোগী আছে। এরা হলো মাদক ব্যবসায়ী আনিকা, হৃদয়, রিফাত, নাসিমা ও মহিউদ্দিন। কবির এ সহযোগীদের দ্বারা মাদক সর্বত্র মাদক বিক্রি ও সরবরাহ করে থাকে।
তারা আরও বলেন, কবির এক সময় মাটির কাজ করতো। তার ঘরে নুন আনতে পানতা ফুরিয়ে যেতো। সেই কবির মাদক ব্যবসা করে আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তিন ৪টা বাড়ীর মালিক হয়েছেন। তিনি আজ গোটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। তবুও কোন এক রহস্যজনক কারণে তিনি এলাকায় বহাল থেকে মাদকের সাম্রাজ্য গড়ে তোলেছেন। তার কারণে আজ সমাজের যুব সমাজ থেকে শুরু করে কিশোররা পর্যন্ত ধ্বংসের চুড়ান্ত সীমানায় গিয়ে পৌছেছে।
গ্রামবাসী বলেন, আমরা আজ থেকে পুরো গ্রামবাসী মিলে মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবো। আমরা যদি গ্রামে শক্ত প্রতিরোধ গড়ে তোলতে পারি তাহলে ওই মাদক ব্যবসায়ীরা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তাই গ্রামবাসীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মাদক নির্মূলে বিশেষ করে শীর্ষ মাদক ব্যবসায়ী কবির ও তার সহযোগীদের গ্রেফতার জন্য থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।