মানুষের অধিকার আদায়ে মাসুকুল ইসলাম রাজিবের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো – জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ফতুল্লা থানা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল সংবর্ধনাস্থলে যোগদান করে।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসনে পিষ্ট হয়ে দেশের মানুষের নাভিশ্বাস এসে পড়েছিলো। বিএনপির নেতৃবৃন্দকে ক্রমাগত বিভিন্ন মামলা-হামলায় জর্জরিত করে ঘর ছাড়া করে রেখেছিলো ফ্যাসিস্ট সরকার। ৫ আগষ্ট স্বৈরাচারী সরকার পতনের পর নতুন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে এবং জননন্দিত নেতা মাসুকুল ইসলাম রাজিবকে যুগ্ম আহ্বায়ক করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি রইলো কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতে মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে আমরা মাসুকুল ইসলাম রাজিবের সাথে রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি সেলিম সর্দার, কৃষক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আজহার, হানিফ, রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ।