স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য ফটো সাংবাদিক হাসান উল রাজীব এর পিতা মোঃ আব্দুল হালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইসলাম হার্ট সেন্টারে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।
তার বড় সন্তান মোঃ হাসান উল রাকিব ও ছোট সন্তান মোঃ হাসান উল রাজিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ডায়াবেটিস থাকাবস্থায় তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) তার জানাযা অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো।