সামান্য বৃষ্টিতেই একহাঁটু পানি জমে যায় মাসদাইড় সাব্বির আলম খন্দকার সড়কের বাজার এলাকায়।চরম দুর্ভোগে আছে স্কুল কলেজ গামী শিক্ষার্থী, কর্মজীবী ও মুসল্লিগণ। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।