নারায়ণগঞ্জের মাসদাইরে একটি ইজিবাইকের গ্যারেজে হামলা ও ভাংচুর চালানোর ঘটনায় পুলিশি সহায়তা চেয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন গ্যারেজ মালিক যুবদল নেতা শহীদ। এর আগে চাঁদা না দেওয়ায় গত শনিবার রাতে কিশোর গ্যাং সাইদ গ্রুপের সদস্যরা তার গ্যারেজে হামলা ও ব্যাপক ভাংচুরসহ লুটপাট করেন বলে অভিযোগ করেন তিনি।
রোববার (৪ জুন) দুপুরে হামলা, ভাংচুর ও চাঁদা না দেওয়ায় প্রান নাশের হুমকির অভিযোগ এনে ফতুল্লা মডেল তানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মাসদাইর গুদারাঘাটের প্রতেঙ্গা মোড়ের আবুল মিয়ার বাড়ী সংলগ্ন ভাই ভাই অটো গ্যারেজের ব্যবসা করে যাচ্ছি। হঠাৎ বিবাদী প্রতিমাসে আমার কাছে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। ঘটনার দিন সন্ধা সাড়ে ৭টার দিকে আমার গ্যারেজে এসে আমার কাছে পুনরায় চাঁ দা চাইলে অমি চাঁদা দিতে পারবোনা বলে জানিয়ে দিলে তারা আমাকে হুমকি দিয়ে চলে যায়। সেই ঘটনার পর আমিও ডাক্তার দেখাতে গ্যারেজ থেকে বাহিরে যাই। পরে রাত সাড়ে ৯টার দিকে বিবাদী সাইদ ১০-১৫জন সন্ত্রাসীদের নিয়ে আমার গ্যারেজে গিয়ে ১০-১২টি অটো রিক্সা ভাংচুর করে। প্রতিটি রিক্সার বাজার মূল্য প্রায় ১লক্ষ বিশ হাজার টাকা। এসময় সন্ত্রাসীদের তান্ডবে আমারব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ঘটনার সময় গ্যারেজের ক্যাশ বাক্সে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও ম্যানেজারের ব্যবহৃত মোবাইল ফোনসহ ইজিবাইকের ৩টি চার্জর ছিনিয়ে নেয় তারা।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, এসব কর্মকান্ডে আমার গ্যারেজের ম্যানেজার জাহাঙ্গীর বাধা দিরে তাকে মেরে নীলাফুলা জখম করে ওই সন্ত্রাসীরা। এই বিষয়ে কোন আইনী পদক্ষেপ নিলে তাকেসহ গ্যারেজের সবাইকে প্রানে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তাই এমন পরিস্থিতিতে আমি নিরুপায় হয়ে প্রশাসনের কাছে আইনি সহায়তা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।