নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সংবর্ধনাস্থলে যোগদান করে।
এসময় আরিফুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে আমরা মাসুকুল ইসলাম রাজিব ভাইয়ের সাথে রাজনীতিতে জড়িত। মাসুকুল ইসলাম রাজিব একজন আপোষহীন যোগ্য নেতা। যার ফলে তিনি আজকে এ পদে আসতে পেরেছেন। ধন্যবাদ দেশনায়ক তারেক রহমানকে, তিনি নারায়ণগঞ্জের জন্য সঠিক রত্ন বেছে নিয়েছেন। আগামীতে পূর্নাঙ্গ কমিটিতে মাসুকুল ইসলাম রাজিবকে জেলার সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। তিনি সঠিক নেতৃত্ব তৈরি করবেন ও ত্যাগিদের মূল্যায়ন করবেন এটাই আমরা ওনার কাছ থেকে আশাকরি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রমজান ক্বারী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসেন, মোঃ সালাউদ্দিন, সোহাগ, মোঃ শিপলু, ওলি, রাব্বি, আকরাম, মোহন, অন্তর সহ কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।