নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারী ) সদর উপজেলার ফতুল্লায় জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি জেলা। এ মাঠে প্লেয়ারে অভাব নেই,কিন্তু মাঠের অভাব। চমৎকার একটি আয়োজন করা হয়েছে। উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। নারায়ণগঞ্জকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা দরকার। খেলা সুষ্ঠ সুন্দর জাতীকে রূপান্তর করতে পারেন।
মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ এর সভাপতি শারিয়ার হোসেন বিন্দুৎ এর সভাপতিত্বে ও সেলিম রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.জাকির আহমেদ রুবেল, নীট রেডিক্স ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ, পি এন ওয়ারিয়র্স এর অধিনায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক ক্রিকেটার রফিকুল হাসান রিপন, সাবেক জাহাঙ্গীর আলম, সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা, মাস্টার ক্রিকেট নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, মেহেদী হাসান সুমন সহ প্রমুখ।
নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলায় আরাব গ্ল্যাডিয়েটরসকে ১৩৭ রানে পরাজিত করে নিট রেডিক্স চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।
মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি এন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
রিপোর্ট নারায়ণগঞ্জ ২৪ : মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি-এন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারী ) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্র মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী বলেন, উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। চমৎকার একটি আয়োজন। নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি জেলা। এ মাঠে প্লেয়ারে অভাব নেই,কিন্তু মাঠের অভাব। নারায়ণগঞ্জকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা দরকার।
মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ এর সভাপতি শারিয়ার হোসেন বিন্দুৎ এর সভাপতিত্বে ও সেলিম রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.জাকির আহমেদ রুবেল, নীট রেডিক্স ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ, পি এন ওয়ারিয়র্স এর অধিনায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক ক্রিকেটার রফিকুল হাসান রিপন, সাবেক জাহাঙ্গীর আলম, সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা, মাস্টার ক্রিকেট নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, মেহেদী হাসান সুমন প্রমুখ।
মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি এন ওয়ারিয়র্স ৭ উইকেটে ডাইনামিক এলিভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে এই চ্যাম্পিয়ন ট্রফি শহীদ আমানতকে উৎসর্গ করেন।