মিজানুর রহমান রনি মল্লিকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৪ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান রনি মল্লিকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ১৪ নং ওয়ার্ড নন্দীপাড়া স্বেচ্ছাসেবক দলের ইফতারি ও মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়
আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা,
ইফতার-পূর্ব নারায়ণগঞ্জ: মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন,নন্দীপাড়া ঘনবসতিপূর্ণ একটি এলাকা ব্যবসায়িক দিক দিয়েও ঐতিহ্য রয়েছে তাই আমরা এমন একটি নেতৃত্ব চাই যেখানে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা না হয়। তিনি আরোও বলেন-এই এলাকাটি আপনাদের থাকতে হবে আপনারা নেতৃত্ব ঠিক করবেন আপনাদের ওয়ার্ডে কেমন লোক চান। তিনি আরো বলেন আপনারা জানেন স্বেচ্ছাসেবকের কাজ করতে কোনো বয়স লাগেনা কিন্তু কমিটিতে এমন লোক দেওয়া যাবেনা যারা নিজেদের পকেট ভরার চিন্তা করে। হিন্দু -মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করবে এমন লোক ও আমারা চাইনা, সবাই যাতে সমান ভাবে চলতে পারে এমন নেতৃত্বই আমরা চাইব।আমরা সকলেই আপনাদের পক্ষে।তিনি আরোও বলেন বিগত দিনে যারা নৌকা কিংবা লাঙল করেছে তাদের কমিটিতে রাখা যাবেনা, তবে তারা যদি দল করতে চায় তবে তারা মিছিল মিটিং করুক তাদের চরিত্রগত উন্নয়ন হলে তবেই আমরা বিচার বিবেচনা করব।চাদাবাজি কিংবা ছিনতাইকারী কোনো দলে থাকতে পারবেনা কারণ রাস্তায় যেসকল লোক কাজ করে তারা গরিব মানুষ তাদের সাথে চাদাবাজি করলে তারা তাদের সংসার চালাবে কিভাবে?
তিনি বলেন ধান্দাবাজ লোককে প্রশ্রয় দেওয়া যাবেনা সে যেই হোক। আপনারা সকলে মিলে এক হয়ে একটি সুন্দর নাম প্রস্তাব করেন আমরা আপনাদের পাশে আছি।
স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ জুলহাজ,
১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নাজমুল হোসেন,সি:সহ-সভাপতি, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের
মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি এন রোড সমাজ কল্যাণ সংসদের সভাপতি মামুন প্রধান, এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রিপন, স্বেচ্ছাসেবক দল (১৪নং ওয়
নবী হোসেন -সহ-সভাপতি, আব্দুল বাতেন সি:সহ-সভাপতি, .বিমল বন্দ-সহ সম্পাদক, সফিকুল ইসলাম নয়ন- সহ সম্পাদক, .মো:ইমরান হোসেন -সহ সাধারণ সম্পাদক,সাহাবুদ্দিন সাবু -সাংগঠনিক সাধারণ সম্পাদক,.অপু পোদ্দার- সহ সাংগঠনিক সম্পাদক,
মিঠুন মদক – সহ সাংগঠনিক সম্পাদক, .মাসুদ মোল্লা -১নং সদস্য,তাপস কুমার সাহা সদস্য, তানজিম হোসেন মোল্লা সদস্য, সাহাদ মোল্লা সদস্য, মো: শাহীন মিয়া সদস্য, .মাহমুদুল সদস্য,.কাজল চন্দ্র দাস সদস্য,মো:সোহেল সদস্য, মো: হানিফ মোল্লা সদস্য।