সাজু হোসেন: মহান বিজয় দিবস উপলক্ষে র্যালী ও পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বিজয় র্যালী বের করে। পরে র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিজয়স্তম্ভে এসে শেষ হয় । র্যালী মেষে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এড. জাকিক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপি নেতা ভাসানী, মোস্তাকুর রহমান মোস্তাক, মোহাম্মদ শাফী, শফিউদ্দিন সোহেল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূর উদ্দিন, জান্নাতুল রাজীবসহ অন্যান্য বিএনপি নেতাকর্মীরা