নারায়ণগঞ্জের মুজিব নগর আশ্রয় প্রকল্প পরিদর্শন করেছে প্রধান গ্রুপের কর্ণধার সেলিম প্রধান ওরফে ডন সেলিম। শনিবার দুপুরে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে থাকা ১৫৬ টি পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করে। এসময় কৃষক লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। এর আগে আশ্রয় প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের টাকা নেয়ার অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের শান্তনা দেন।
সেলিম প্রধান বলেন, যারা প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নিয়ে দুর্ণীতি করতে চায় সরকার তাদের ছাড় দিবে না। আশ্রায়ণ প্রকল্পের ঘর ও সরকারি নলকূপ বরাদ্দের প্রলোভন যারা গৃহহীনদের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিচার হবেই। জেলা প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি দিবে বলে প্রত্যাশা করেন। এছাড়া মুজিব নগর আশ্রয় প্রকল্পে বসবাসরতের পাশে তিনি আছেন বলেও উল্লেখ গরীবের ডন খ্যাত সেলিম।