1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
মুন্নার মুক্তির দাবিতে সাদেকের নেতৃত্বে জেলা যুবদলের বিক্ষোভ - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

মুন্নার মুক্তির দাবিতে সাদেকের নেতৃত্বে জেলা যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৭৩ Time View

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্ৰেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ( ৯ মার্চ) বিকেল তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবদলের প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি দেওভোগ লেক পাড় থেকে শুরু করে ডিআইটি বাণিজ্যিক এলাকা দিয়ে বিবি সড়ক হয়ে মন্ডল পাড়া পুল ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিআইটি মসজিদের সামনে এসে সমাপ্ত হয়।

এসময় বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এস জাহাঙ্গীর আলমসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন ।

সংক্ষিপ্ত বক্তব্যে সাদেকুর রহমান সাদেক বলেন, জেল- জুলুম, গ্রেফতার ও মামলা দিয়ে যুবদলের নেতাকর্মীদেরকে রাজপথের আন্দোলন থেকে দমানো যাবেনা। এক যুগেরও বেশি সময় থেকে জনগণের উপর চাপিয়ে থাকা জুলুমবাজ অবৈধ এসরকার গুম, খুন, হামলা ও গায়েবী মামলার ইতিহাস সৃষ্টি করেছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছে। এমন দৃশ্য দেখে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে ভোটার বিহীন নিশিরাতের ভোট চোর সরকার। বিনা কারনে সারাদেশে যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে । অবিলম্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ইসমাইল খান, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শহীদ শাওন প্রধানের বড় ভাই ফরহাদ প্রধান, যুবদল নেতা সামাউন ইসলাম স্বর্না, ওমর ফারুক শোভন, পিয়াল, বাবু, ফরহাদ, আকাশ, আলমগীর, বরকত উল্লাহ, প্রান্ত, ফাহিম, আবদুল্লাহ, সালাম, কবির প্রমুখ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৮:৩৭)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL