1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
মেসিহীন মায়ামিকে জয় এনে দিলেন সুয়ারেজ - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত

মেসিহীন মায়ামিকে জয় এনে দিলেন সুয়ারেজ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩১৩ Time View

চলতি মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে একটু বেশিই ধকল যাচ্ছে লিওনেল মেসির। যে কারণে ঘনঘন চোটেও পড়ছেন এই আর্জেন্টাইন মহাতারকা। দিন কয়েক আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে দলের জয়ে গোল-অ্যাসিস্টে অবদান রাখলেও মাঠ ছেড়েছিলেন চোট নিয়ে। এমএলএসে তাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন মহাতারকাকে ছেড়ে খেলতে নেমে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি ফ্লোরিডার দলটিকে।এমএলএসে শনিবার (১৬ মার্চ) লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমে ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে মায়ামির জয়ের নায়ক উরুগুইয়ান সুপারস্টার লুইস সুয়ারেজ। বাকি গোলটি করেন লিওর্নাদো কাম্পানা। ডিসি ইউনাইটেডের পক্ষে একটি গোল শোধ করেন জারেড স্ট্রউড। এই ম্যাচের শেষের দিকে লাল কার্ড দেখেন ডিসির পেদ্রো স্যান্তোস।গত মৌসুমে লিগের তলানির দিকে থেকে শেষ করেছিল ইন্টার মায়ামি। মৌসুমের অর্ধেকের বেশি শেষ হওয়ার পর মেসি দলটিতে যোগ দিয়ে লিগস কাপ জেতালেও এমএলএসে ভাগ্যের খুব বেশি পরিবর্তন করতে পারেননিতবে চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে মায়ামি। মেসি-সুয়ারেজ জুটি জ্বলে ওঠায় শীর্ষেই অবস্থান করছে তারাএদিন ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসিকে ছাড়া খেলতে নেমে শুরুতেই গোল খায় মায়ামি। ১৪ মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্ট্রউড। ডান প্রান্ত থেক বল পেয়ে জোরাল শটে গোল করেন তিনি। তবে একের পর এক সুযোগ মিস না করলে আরও আগেই এগিয়ে যেতে পারতো ডিসি ইউনাইটেড। এমনকি গোল পাওয়ার পরও একধিক সহজ সুযোগ মিস করেছে তারা।

তবে দ্রুতই সমতায় ফেরে মায়ামি। ২৩ মিনিটে মায়ামির এক খেলোয়াড়ের নেওয়া জোরাল হেড গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলের দখল ধরে রাখে মায়ামি। ডি বক্সের ঠিক মাথায় সতীর্থ খেলোয়াড় বল হারালেও বল পেয়ে যান কাম্পানা। প্লেসিং শটে গোলরক্ষককে বোকা বানান তিনি।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন সুয়ারেজ। নেমে কিছুক্ষণের মধ্যেই দলকে লিড এনে দেন এই উরুগুইয়ান সুপারস্টার। সতীর্থের ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রসে পা লাগিয়ে বল জালে পাঠান তিনি।

৮৫ মিনিটে ফের গোলের দেখা পান সুয়ারেজ। প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়ে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে শট নিতে গেলে বল একজনের গায়ে লেগে প্রতিহত হয়। তবে ফিরতি বলে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো লব শটে বল জালে পাঠান সুয়ারেজ।

এই জয়ে পাঁচ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ কম খেলা কলম্বাস ক্রু ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। সমান পয়েন্ট আছে আরও তিন দলের।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (সকাল ৭:০৭)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL