লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার আগে তাদের শোকেসে ছিল না কোনো শিরোপাই। এরপর মেসি এলেন, দেখলেন, জয় করলেন। দুই মৌসুম না যেতেই ইন্টার মায়ামিকে এনে দিলেন দ্বিতীয় শিরোপা। গত বছর লিগস কাপের শিরোপা এনে দেয়ার পর এ বছর জেতালেন সাপোর্টার্স শিল্ড।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লোয়ার ডটকম স্টেডিয়ামে সাপোর্টার্স শিল্ডের ফাইনালে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে মায়ামির জয়ের নায়ক লিওনেল মেসি। বাকি গোলটি করেন লুইস সুয়ারেজ।
স্বাগতিক কলম্বাস ক্রুর পক্ষে দিয়েগো রসি এবং চুচো হার্নান্দেজ দুটি গোল শোধ করেন। এদিন ৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রু’র রুডি কামাচো।
এটি মেসির ক্যারিয়ারের ৪৬তম শিরোপা।
ঘরের মাঠে বলের দখলে পিছিয়ে থাকলেও শট নেয়ায় এগিয়ে ছিল কলম্বাস ক্রু। মোট নয়টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখেছিল তারা। বিপরীতে মায়ামির ছয়টি শটের চারটি লক্ষ্যে ছিল।