জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করো,অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের বর্ধিত মজুরি ঘোষণা করো শ্রমিক স্বার্থবিরোধী সকল কালো আইন বালি করো” এই প্রতিপাদ্যকে সামনে রেথে মহান মে দিসব উপলক্ষে নগরীতে মহান মে দিবসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ণ রেজিঃ নং-৩৫২২) এর নেতৃবৃন্দ। সোমবার (১ মে) বিকেলে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ শ্রমিক সমাবেশ। অনুষ্ঠানে এ সময় মিছিল সহকারে যোদান করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইফনিয়ণ রেজিঃ নং-৩৫২২) এর সভাপতি শিমুল দাস, সহ সভাপতি সুরুজ লাল, সাধারন সম্পাদক কিশিের ণাণ, যুগ্ন সাধারন সম্পাদক গোবিন্দ দাস, সাংগঠরিক সম্পাদক শরীফ দাস, কোষাদক্ষ বিপ্লব দাস, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক শিব চরন দাস, মহিলা সম্পাদিকা পারুল বেগম,সদস্য সুমন লাল বেগী সহ প্রমূখ।