আগের ম্যাচের জয়ের নায়ক মোস্তাফিজুর রহমানের শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২৩ রান। তবে পরের দুই ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান কাটার মাস্টার। আর মাত্র ৭ রান খরচ করে তুলে নেন দুটি উইকেট।মোস্তাফিজ-পাথিরানাদের দুর্দান্ত বোলিং আক্রমণ সামলে ২০৭ রানের বড় লক্ষ্য আর তাড়া করা হয়নি গুজরাট টাইটান্সের। চেন্নাই সুপার কিংসের মাঠে ম্যাচটি তারা হেরেছে ৬৩ রানের বড় ব্যবধানে।
গুজরাটের কোনো ব্যাটারই দলের চাহিদা মিটিয়ে খেলতে পারেননি। ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ৩১ বলে ৩৭ রান করেন সাই সুদর্শন। তিনিই দলের সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটার। এছাড়া ঋদ্ধিমান সাহা ১৭ বলে ২১ আর ডেভিড মিলার করেন ১৬ বলে ২১ রান। ৮ উইকেটে ১৪৩ রানে থামে গুজরাট।
মোস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন দুটি উইকেট। দুটি করে উইকেট পান তুষার দেশপান্ডে আর দীপক চাহার। ইমপ্যাক্ট সাব নেমে ৪ ওভারে ২৯ রানে একটি উইকেট শিকার পাথিরানার।এর আগে ওপেনিংয়ে ৩২ বলে ৬২ রানের জুটি গড়লেন রুতুরাজ গায়কোয়াড় আর রাচিন রাবিন্দ্র। পরে ঝোড়ো হাফসেঞ্চুরি হাঁকালেন শিভাম দুবে।দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়ে চেন্নাই সুপার কিংস।
ঘরে মাঠে টস হেরে ব্যাটিং পায় চেন্নাই। শুরুটাই তারা করে ঝোড়ো গতিতে। রাচিন রাবিন্দ্র ২০ বলে ৬ চার আর ৩ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস, ৩৬ বলে ৪৬ করেন অধিনায়ক রুতুরাজ।
এরপর তাণ্ডব চালান শিভাম দুবে। ২৩ বলে ৫১ রানের ইনংসে ২টি চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। শেষদিকে ড্যারেল মিচেল ২০ বলে ২৪ আর সামির রিজভি ৬ বলে ২ ছক্কায় করেন ১৪ রান।
রশিদ খান ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৯ রান।