নারায়ণগঞ্জের লামাপাড়ায় একটি ট্রাক ও মৌমিতা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা মনির নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক লামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৬০৮৬) ও মৌমিতা বাসকে (ঢাকা মেট্টো-ব-১১৫০) ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।