পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।