1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
রাজকোটের এই ম্যাচটি হতে যাচ্ছে স্টোকসের বর্ণাঢ্য ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

রাজকোটের এই ম্যাচটি হতে যাচ্ছে স্টোকসের বর্ণাঢ্য ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩১ Time View

ক্যারিয়ারের ১০০তম টেস্টে বোলিংয়ে ফিরবেন স্টোকস
আগামীকাল বৃহস্পতিবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।

এই ম্যাচের আগে টেস্ট ক্যারিয়ারের দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। রাজকোটের এই ম্যাচটি হতে যাচ্ছে স্টোকসের বর্ণাঢ্য ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ।

নিজের শততম ট্স্টে ম্যাচের আগের বিস্ময়কর এক সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। জানিয়েছেন, এই ম্যাচে নিজের সেই রূপ অলরাউন্ডার হিসেবে খেলবেন তিনি। যদিও সিরিজ শুরুর আগে স্টোকস জানিয়েছেন , এই সিরিজে বল করবেন না তিনি। শুধু ব্যাটার হিসেবে খেলবেন। তবে নিজের স্মরণীয় ম্যাচ বলেই হয়তো হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

গেল বছরের নভেম্বরে স্টোকসের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। তখন থেকেই বল করছেন না ইংলিশ অধিনায়ক। দলে খেলছেন শুধু ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে। আগামীকাল সেই ধারা ভাঙবেন তিনি।

রাজকোটের এই ম্যাচে হয়তো ব্যাট হাতে দারুণ কিছু দেখাতে পারেন স্টোকস। কারণ, ভারতের মাটিতে স্টোকস ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন ৩২.৪৭ গড়ে। এর মধ্যে কেবল একটি সেঞ্চুরি আছে এই বাঁহাতি ব্যাটারের। কাকতালীয়ভাবে সেই একমাত্র সেঞ্চুরিটি স্টোকস হাঁকিয়েছেন এই রাজকোটেই। ওই ম্যাচে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ ব্যাটার।

স্টোকসের অধীনেই টেস্টে ক্রিকেটের নতুন ধরন ‘বাজবল’ ধারণা আবিষ্কার করেছে ইংল্যান্ড। বাজবল মানে হলো- প্রথাগত টেস্ট ক্রিকেট না খেলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা।

এই ধরনের খেলায় দারুণ খেলেন স্টোকস। পাশাপাশি দলের বিপদের সময়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয় তার। খেলার মোমেন্টাম বদলে দলকে জয়ও এনে দিতে পারেন স্টোকস। যে কারণে স্টোকসের ভূয়সী প্রশংসা করেছেন তারই সতীর্থ অলি পোপ।

পোপ বলেন, ‘তিনি সম্ভবত অনেক ক্ষেত্রেই খেলাকে পরিবর্তন করেছেন। দলের প্রয়োজনে তিনি তার সেরাটা বের করার একটি উপায় পেয়েছেন। এমনকি লর্ডসে অ্যাশেজেও (দ্বিতীয় ইনিংসে ১৫৫) দারুণ খেলেছেন, যেটা আমার মনে আছে। ‘যখন সমস্ত চাপ তার উপর থাকে তখন তিনি কীভাবে এটিকে মুক্ত করে একটি নতুন স্তরে নিয়ে যান।

২০১৩ সালে টেস্ট দলে অভিষেকের পর এখন পর্যন্ত ৯৯ টি ম্যাচে স্টোকস রান করেছেন ৬ হাজার ২৫১। ব্যাটিং করেছেন ৩৬.৩৪ গড়ে। বল হাতে তার ঝুলিতে আছে ১৯৭ উইকেট।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৮:৪৩)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL