নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা আমরা করি না। আমার ৫৪ জন ছেলেকে এই হাত দিয়ে দাফন করেছি। আমরা তো প্রতিশোধ নিইনি। আমাদের ওপর বোমা হামলা করা হয়েছিল, কেন? আমরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে কথা বলেছি। অপরাধ করেছি? আমার এই ছোট ছোট ছেলেদের বৌ কেন বিধবা হবে? ওদের ছেলে-মেয়েরা কেন বাবা ছাড়া মানুষ হবে?
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লায় আনন্দ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, ফতুল্লার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে গিয়ে তিনি ভোট চান।
এ সময় শামীম ওসমান বলেন, আমার ভালো লাগে না। এই বাচ্চাটা এখানে আছে। আমি ট্রেনে চড়ে ধরেন, বাবা-মেয়ে গল্প করতে করতে যাচ্ছি। সেখানে কেউ আগুন দিয়ে দিলো রাজনীতির নামে। আমি আমার মেয়েটাকে রক্ষা করতে পারলাম না। বাবা-মেয়ে জড়িয়ে ধরে থাকা অবস্থায় একসাথে মরে গেলাম। এর নাম কি রাজনীতি? আপনারা কি আল্লাহর কাছে জবাব দেবেন না? সব কাজের ঠেকা কি আমাদের?