মানবাধিকার নেতা ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও আট দফা দাবীতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বি বি রোডস্থ উকিল পাড়া মোড়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে নেতৃবৃন্দ রানা দাশ গুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহার, সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত সহ আট দফা দাবী জানায়।
এর পূর্বে একটি প্রতিবাদ মিছিল নগরীর উকিলপাড়া মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় উকিলপাড়া মোড়ে এসে শেষ করে।
এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।