সাজু হোসেন:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের রাসূল (স.) বাগ এলাকায় পাঁচশত ছাব্বিস ফুট রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) সকালে মাটি কেটে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিপুর ৬নং ওয়ার্ড মেম্বার ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জল।
উদ্বোধন শেষে উজ্জল জানান, জনগনের ভোটে নির্বাচিত হয়েছি জনগনের স্বার্থে কাজ করার লক্ষে। তারই ধারাবাহিকতায় আজ ৬নং ওয়ার্ডের রাসূল (স.) বাগ এলাকায় ৫২৬ ফুট রাস্তা সহ ড্রেন নির্মান কাজের উদ্বোধন হলো।
রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাসলিমা আক্তার, থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদ হুমায়ন কবির রতন, বাপ্পী, রহিম, আব্বাস, শহিদুল, দেলোয়ার, রফিক, আবুল হোসেন, মনির, তারেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।