নারায়ণগঞ্জ আপডেটঃ বহুল আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞানতনামা ব্যক্তির চোখ উপড়ানো লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর উত্তরা, গাজীপুরের টঙ্গী, লক্ষ্মীপুরের রায়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞানতনামা ব্যক্তির চোখ উপড়ানো মৃতদেহের পরিচয় শনাক্তপূর্বক নৃশংস ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীসহ সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।