মহাসড়কের পাশে এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বলাইখা এলাকায় অনিক কম্পোজেড মশারি ফ্যাক্টরির সামনে ঝোপঝাড়ে ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটো রিক্সাটি পাওয়া যায়নি। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান।
নিহত অটো চালকের নাম স্বপন সরদার(৫০)। সে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বউবাজার এলাকার রাজ্জাক সরদার ছেলে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান জানান, ঘবর পেয়ে সকালে সিলেট মহাসড়কের পাশে বলাইখা এলাকায় অনিক কম্পোজেড মশারি ফ্যাক্টরির সামনে ঝোপঝাড়ে ভেতর থেকে স্বপন সরদার নামে ওই ব্যাক্তি লাশ উদ্ধার করা হয়।
তার শরীরে আঘাতের চিহ্ন ছিলো, ধারণা করা হচ্ছে হত্যা করে তাকে এখানে ফেলে রেখে গেছে। তিনি আরও বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। আমরা চেষ্টা করছি হত্যাকারী ও নিহতের অটো রিক্সাটি উদ্ধার করার জন্য।
তাছাড়া ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাকিটা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।