সাজু হোসেন: নারায়ণগঞ্জের চাষাড়া কলেজ রোড এলাকায় রূপায়ন টাওয়ারের নিচতলায় মানসম্মত ও রুচিশীল খাবার প্রদানের লক্ষে যাত্রা শুরু করলো লা ক্যান্ডেলা।
সোমবার সন্ধ্যায় কলেজ রোড এলাকায় রূপায়ন টাওয়ারের নিচতলায় এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান।
উদ্বোধন শেষে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারিদের উদ্দেশ্য অয়ন ওসমান বলেন, রেস্টুরেন্টটি এমন একটি জায়গায় উদ্বোধন হলো এটি কলেজ ও বিশ্ববিদ্যালয় এড়িয়া এখানে ছাত্র-ছাত্রীরা নিয়মিত আসেন, সেহেতু ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ভাবে সুন্দর ব্যবস্থা রাখতে। খাবারের মান এবং ব্যবহারের প্রতি আলাদা ভাবে নজরদারি রাখতে হবে এবং পচা ও বাসি খাবার কোন ভাবে রাখা ও খাওয়ানো যাবেনা পরিশেষে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, লা ক্যান্ডেলা রেস্টুরেন্টের মালিক মামুন হোসেন, আহম্মেদ কাউছার, রাফেল সহ অন্যান্যরা।