1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
শহরে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি জাহিদ - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত

শহরে পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি জাহিদ

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর ) বিকেলে নগরীর চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মন্ডপ পরিদর্শন করেন । এসময়ে তিনি নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন । 

পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশক্রমে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আজকে আমরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। ঢাকা রেঞ্জের অধীনে ১৩টি জেলার পূজার সার্বিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য যাতে আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পুজোর যখন করতে পারে সে বিষয়টা নিশ্চিত করে দিকনির্দেশনা দেওয়ার জন্য। পূজাকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তত সুন্দরভাবে বিভিন্ন ধর্মের মানুষগণ তাদের ধর্ম পরিচালনা করে আসছে। আর পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। আমরা আমাদের দায়িত্বে অটুট থাকব। আমরা এমন কোন কিছুই প্রত্যাশা করি না। বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শতবর্ষের ইতিহাস আছে।

তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজাকে সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করছি। প্রতিবারের ন্যায় এবারও সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। পুজোতে ঝুঁকিপূর্ণ কিছুই নেই। নির্বাচনে যেমন ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে কিন্তু পুজোর সময়েও কিছু কিছু মন্ডব থাকে আমরা সেইভাবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। পরে তিনি শহরের আমলাপাড়া ও নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব বিগ্ৰহ মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে ঘুরে দেখেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, লাঙ্গলবন্দ পূর্ন স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (রাত ১:৫২)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL