সাজু হোসেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে শহরে বিশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। সোমবার (০৯ জানুয়ারি) বিকালে শহরের ডনচেম্বার এলাকায় মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তাদের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেয়া হয়। এসময় মিছিলে থাকা শত শত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। মিছিলটি শহরের খানপুর মেট্রোহলের সামনে থেকে শুরু হয়ে ডনচেম্বার এলাকায় অনুষ্ঠিতব্য মহানগর বিএনপি সমাবেশে এসে যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদল নেতা সেলিম হোসেন, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, মো: শাহীন, জামাই মনির, মো: জুয়েল, জামাল হোসেন, সামছুদ্দিন, মামুন, রিংকু, জুয়েল-২ প্রমূখ।