আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনানীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শামীম ওসমান নৌকা প্রতিক পাওয়ায় সদর উপজেলার ফতুল্লায় এক বিশাল নির্বাচনী গণমিছিল করেছেন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও ফতুল্লা থানা যুবলীগ নেতা হাজী মো: আজমত আলী। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে বিভিন্ন এলাকার এ নির্বাটনী গণমিছিল করেন হাজী মো: আজমত আলী। মিছিলটি ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার কুতুবআইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মান্নান মাদ্রাসা, রয়েলে একাডিমী স্কুল,এসকে মডেল স্কুল, কমর আলী সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার রওজাতুল সালেহীন মাদ্রাসা, রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিটিআই ভবন এলাকা প্রদক্ষিন করেন। এ সময় হাজী মো: আজমত আলী বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জননেতা আলহাজ্ব শামীম ওসমান ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করবেন এটা আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে। মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশ নিরাপদ থাকবে। আজকে আমাদের গণমিছিলে সকলেই স্বতস্ফূর্তা ভাবে অংশ গ্রহন করায় শাশীম ওসমান ভাইয়ের পক্ষ থেকে আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আগামীকাল থেকে আমাদের এই গণমিছিল অব্যাহত থাকবে। উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা যুবলীগ নেতা নহরুল ইসলাম, হাজী মো: হাসেম. মো: আকতার হোসেন, মো: ডালিম, রহিমুদ্দিন,ফেয়েজ আহমেদ হেলাল।এছাড়াআরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি হাজী মো:সজিব, সহ-সভাপতি হারুন উর রশিদ, সহ-সভাপতি রতন সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সবুজ,প্রচার সম্পাদক মজিবুর, কার্যকরী সদস্য সোলাইমান সবুজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক নেতা মমিন হোসেন মুরাদ,সজল বিন ইবু, মো:জুয়েল,রুবেল,শুভ,ফারুক,নাহিদ সহ প্রমূখ।