রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল (ভিপি বাদল) ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বিশাল শোডাউন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১২ জুলাই) দুপুরে বিশাল মিছিল নিয়ে তারা ওই সমাবেশে যোগদান করে।
এর আগে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাক লাগিয়ে দেয় ঢাকাবাসীকে। সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে বেশ কয়েকটি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় জরো হতে থাকে। সমস্ত নেতাকর্মীরা নিয়ে জরো হওয়ার পর সেখান থেকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহিদ বাদল ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে থাকা নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি ঢাকার বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে।
মিছিলে নারায়ণগঞ্জ জেলা, বন্দর উপজেলা, জেলার আওয়ামী লীগের অর্ন্তভূক্ত সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।