নারায়ণগঞ্জ-৪ আসনের নব নির্বাচিত সাংসদ একেএম শামীম ওসমানের মত বিনিময় সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। শনিবার (২৭ জানুয়ারী) বিকালে ফতুল্লা থানাধীন ওসমানী স্টেডিয়ামে সাংসদ শামীম ওসমানের আহ্বানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক, সামাজিক, আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে এ সভাকে সফল করার লক্ষ্যে প্রায় সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মিছিলসহ সভাস্থলে যোগদান করেন কাউন্সিলর রুহুল আমিন। রুহুল আমিনের নেতৃত্বে এ মিছিলটি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে যোগদান করে। এসময় নেতাকর্মী ও সমর্থকরা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী নানা স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।