বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ই মার্চ বাদ আসর বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ এ দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৯ই মার্চ সকালে বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান।
শামীম ওসমানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে ইমাম মাওলানা আবু সুফিয়ান।
দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, মাসুম আহমেদ, আব্দুল আলী, বাপ্পী পাঠান, নুর হোসেন নুন্না, সুকমল, সোহাগ হাসান, আল আমিন, মাসুদ, সায়মন খান সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।