1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা ইয়ার্ন মার্চেন্ট এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ নেই তাড়াহুড়ো করতে গিয়ে যেন পরিবারে দুঃখের ছায়া নেমে না আসে – ডিসি জাহিদুল ইসলাম অস্থায়ী পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি কালিবাজার প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমকে সম্বধনা আমাদের রাষ্ট্রীয় সম্পদ সীমিত, এর যেন অপব্যবহার না হয় – ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ সাংবাদিক জিসানের মুক্তি ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি

শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনোচাঁদাবাজি না হয়: আশা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১ Time View

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে যেনো চাঁদাবাজি না হয়, শাহাদাত বার্ষিকী পালন করতে গিয়ে উল্টো মানুষকে কষ্ট পেতে না হয়।
শনিবার (২৪ মে) বিকেলে নাসিক ২৩নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কাউছার আশা বলেন, আমরা গাড়িবহর নিয়ে যাবো সামনে ২০ টা ৩০, ১০০ টা হোন্ডা নিয়ে নেতারা বের হয়, এই যে হরেন টিপ দিয়ে ধরে রাখে এগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ কিন্তু এই ১৭ বছর হোন্ডা বাহিনীর কাছন অতিষ্ট হয়েছে, একই জিনিস যদি আমরাও করি তাহলে কিছু সংখ্যক মানুষ বসেই আছে আগেই ভালই ছিল বলার জন্য। ওই সকল মানুষ গুলোকে আমরা যেনো সুযোগ করে না দেই। কখনো এই দেশ ভালো ছিল না, এই দেশে আলেম ওলামাদের বাজে ভাবে নির্যাতন করা হতো, মসজিদে নামাজরত অবস্থায় টেনে হেচড়ে বের করে নিয়ে যেতো। দাড়ি-টুপি দেখলেই জামাত-বিএনপি জঙ্গি বলা হত। আগে কোন ভাবেই ভালো ছিলাম না, শাপলা চত্বরে এতগুলো এতিম বাচ্চদের লাশের ওপর দাড়িয়ে যদি বলেন ভালো ছিলাম তাহলে ওরা মনে হয় মানুষের কাতারে পড়ে না। কিন্তু এই অমানুষগুলোকে যেনো আমরা কর্মের দাড়া সুযোগ করে না দেই।
আবুল কাউছার আশা আরও বলেন, আমরাও যদি মনে করেন বাজে কাজ করলাম, আমাদের গাড়িবহরে যদি হোন্ডা বহিনী নিয়ে চলি এবং হরন টিপ দিয়ে ধরে রাখলাম, খিচুরি খাওয়ানোর নামে কারো কাছ থেকে চাল, ডাল ও টাকা নিলাম তাহলে দিন শেষে মানুষ কিন্তু শান্তি পাইল না। এখন যদি অন্যায় ভাবে মামলা বণিজ্য করেন, যেলোক টা অপরাধী না তাকে মামলা দিয়ে দিলেন এরকম হচ্ছে এখন। ঘটনার সাথে জড়িত না দূর দূর থেকেও আসামি হয়ে যাচ্ছে। মজলুমের সংখ্যা যদি আমরা ঘুরে দাড়িয়ে যাই আল্লাহ মাফ করবে আমাদের সাথেও যেনো স্বৈরাচার শেখ হাসিনার মত ৫ আগস্টের ঘটনা না হয়। এজন্য সচেতন থাকতে হবে মানুষকে কষ্ট দেয়া যাবে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা তাওলাদ হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল সরদার, মো: হোসেন কাজল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আনিসুল ইসলাম মিঠু, নাসিক ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার দেওয়ান, নাসিক ২২নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: শাহ আলম, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার মো: হাবিব সহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১২:৩৪)
  • ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL